18.6 C
London
August 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই

বাংলা সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট সংগীত গবেষক ও শিল্পী ড. মুস্তাফা জামান আব্বাসী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ মে) সকাল সাতটায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মুস্তাফা জামান আব্বাসীর কন্যা শারমিন আব্বাসী গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা লোকগান, নজরুল সংগীত ও শাস্ত্রীয় সংগীতে বিশেষ অবদান রাখার পাশাপাশি আব্বাসী বহু গবেষণামূলক বই ও প্রবন্ধ রচনা করেছেন। তার পিতা কিংবদন্তি সংগীতজ্ঞ আব্বাসউদ্দীন আহমদের উত্তরসূরী হিসেবে তিনি বাঙালি সংগীতপ্রেমীদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধেয় নাম।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তার জানাজা ও দাফন সংক্রান্ত তথ্য পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ মে ২০২৫

আরো পড়ুন

সুনামগঞ্জে সাবেক পৌর মেয়রসহ ৫ আ.লীগ নেতা কারাগারে

ভারতের মেঘালয় সীমান্তের ভিতরে নজরদারি করতে বাংলাদেশের ড্রোন

যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ