6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলা কোক স্টুডিও’র দেওরা গানের দেওয়ানা তানজানিয়ান টিকটক শিল্পী

‘হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে।’ কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে এই গান মুক্তি পায় ৭ মে। এর পর থেকেই সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে গ্রামবাংলার গানটি। চলতে-ফিরতে অনেকের কণ্ঠেই এখন এই গান। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রিলস, টিকটকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা।

এবার ‘দেওরা’ গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বাইরেও। বিদেশি অনেকেই এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন। এর মধ্যে রয়েছেন তানজানিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দুই ভাই-বোন—কিলি পল ও নিমা পল।

 

 

 

 

এই ভাই-বোন জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নেচে-গেয়ে কনটেন্ট বানান। ভারতীয় বেশ কিছু জনপ্রিয় গান দিয়েও কনটেন্ট বানিয়েছিলেন তারা।

এবার কনটেন্ট বানালেন কোক স্টুডিও বাংলার ‘দেওরা’ গানে।

ইউটিউবে প্রকাশের ১১ দিনে ‘দেওরা’ গানটি এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ দর্শক দেখেছেন। বাংলাদেশ থেকে ইউটিউবে ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে গানটি।

আরো পড়ুন

পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত কমিটি বাতিল

পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করল ভারত

হাসিনার পতনে যেসব চ্যালেঞ্জের মুখে ভারত