14 C
London
December 18, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তিনি।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ঔষধ শিল্পে অনেক ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। তারা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।

এ সময় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এম.কে
১৫ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকার নিয়ে সিলেটে আ.লীগ নেতার বিস্ফোরক মন্তব্য, সারাদেশে তোলপাড়

নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন গঠন, যারা হলেন নির্বাচন কমিশনার

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি