বাংলাদেশের প্রায় দুই লাখ জনশক্তি ইতালিতে সুনামের সঙ্গে কাজ করে গতবছর প্রায় ১২০ কোটি ইউরো রেমিট্যান্স পাঠিয়েছেন। ইতালিতে আরও দক্ষ জনশক্তি প্রয়োজন। ভবিষ্যতে বৈধপথে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি আমদানি করবে ইতালি।
বুধবার (৪ অক্টোবর) চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
ইতালির রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইতালি। গত বছর ইতালি ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পার করেছে। বাংলাদেশের ৭ম রপ্তানি বাণিজ্য কেন্দ্র ইতালি। বাংলাদেশ থেকে ইতালিতে প্রচুর তৈরি পোশাক রপ্তানি হয়। ভবিষ্যৎ বাজার চাহিদানুযায়ী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে তৈরি পোশাক বৈচিত্র্যকরণর কোনো বিকল্প নেই।
তিনি জানান, ইতালি একটি পরিবেশবান্ধব দেশ। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ইতালির বায়োফুয়েল ইনিশিয়েটিভে স্বাক্ষর হয়েছে। ফলে বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে। এ ক্ষেত্রে ইতালি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী।
তাছাড়া রপ্তানি বৈচিত্র্যকরণের উপরও গুরুত্বারোপ করা প্রয়োজন উভয় দেশের বলে মত দেন ইতালির রাষ্ট্রদূত।
এম.কে
০৫ অক্টোবর ২০২৩