TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ থেকে বিপুল পরিমানে লোক নেবে দুবাই

আবারও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাওয়ার সুযোগ এসেছে। বাংলাদেশ থেকে ‘বাইক’ ও ‘টেক্সি’ ড্রাইভার নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ)।
এদিকে ইতোমধ্যে ৯০০ কর্মীর ডিমান্ড লেটারও পেয়েছে বলে জানিয়েছে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট। তবে এই পেশায় নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দিচ্ছে আরটিএ।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর জানান, গেল মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ হতে মোটরযান চালক নিয়োগের বিষয়ে ইঙ্গিত দেয় আরটিএ। সেই অনুযায়ী প্রথমে ৫০০ বাইক রাইডার ও সোমবার ৩ জুন আরও ৪০০ বাইক রাইডারের ডিমান্ড লেটার প্রদান করে তারা। একই সঙ্গে টেক্সি চালকের চাহিদার কথাও জানায় আরটিএ।
জানা গেছে, দুবাই যেতে আগ্রহী তরুণদের কাছে মোটরযান চালকের চাকরি অনেকটা সোনার হরিণ। এ পেশায় দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশির সংখ্যাও কম নয়। দুবাই টেক্সির চালকরা জানান, কমিশনের ভিত্তিতে কাজ করতে হয় তাদের। অন্যদিকে, ডেলিভারি প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ পান বাইক রাইডাররা। তারাও কাজ করেন কমিশনের ভিত্তিতে।
সূত্রঃ আরটিএ
এম.কে
০৫ জুন ২০২৪

আরো পড়ুন

চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট

১৯ উপদেষ্টার সঙ্গে ড. ইউনূসের রুদ্ধদ্বার বৈঠক চলছে

আসিফ নজরুলের সঙ্গে আওয়ামীপন্থিদের আচরণ শিষ্টাচারবর্হিভূতঃ তারেক রহমান