6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ নিয়ে ,অপপ্রচার বন্ধে ,ফেসবুকের সহায়তা চাইলেন ,প্রধান উপদেষ্টা

বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে ফেসবুক কর্তৃপক্ষ মেটার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে এ আহ্বান জানান অধ্যাপক ইউনূস।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা (বাংলাদেশ) এর ভুক্তভোগী।’

‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি।

মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটা’র মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক থাকেন।

এ সময় তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরো সহজ করতে মেটা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘ফেসবুকের কারণে আপনাদের সম্ভাবনা প্রচুর। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে। দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সাথে যুক্ত থাকবে।’

সূত্রঃ বিবিসি

এম.কে
০৮ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

১৩ বছর আইনি লড়াই শেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রেমিকের সঙ্গে কারাগারে বিয়ে!

বড়দিন-থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে ডিএমপির নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চলাচল শুরু

অনলাইন ডেস্ক