9.5 C
London
January 15, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

বাংলাদেশ সরকারের টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের

যুক্তরাজ্য সরকারের সাংসদ ও মন্ত্রী বাংলাদেশে তার খালার প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের দূর্নীতির সাথে জড়িয়ে পড়েছিলেন। সাংসদ হিসেবে তার পদ ব্যবহার করে প্রভাব বিস্তার এবং খালার সঙ্গে মিলে অবৈধভাবে জমি দখলের অভিযোগ রয়েছে যুক্তরাজ্য সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর।

বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষ যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাংসদ হিসেবে তার পদ ব্যবহার করে প্রভাব বিস্তার করেছেন এবং তার খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবৈধভাবে পূর্বাচলে প্লট হাতিয়ে নিয়েছেন।

টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে ক্রমবর্ধমান পদত্যাগের আহ্বানের মুখোমুখি হতে হচ্ছে। শেখ হাসিনা গত আগস্ট মাসে ব্যাপক বিক্ষোভের পর ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

সোমবার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, তারা রাজধানী ঢাকার পূর্বাচলে আকর্ষণীয় প্লট অনৈতিকভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারবর্গের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী এবং টিউলিপ সিদ্দিকের নাম উল্লেখ করা রয়েছে।
দুদকের মহাপরিচালক আখতার হোসেন বলেন,
“শেখ হাসিনা কিছু কর্মকর্তাদের সহযোগিতায় নিজের এবং তার পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ করেছেন। দুদক তদন্ত দল প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছে এবং মামলার জন্য পর্যাপ্ত প্রমাণ পেয়েছে।”
দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন কর্তৃক দায়ের করা পুলিশের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, টিউলিপ সিদ্দিক “অবগত হয়েছিলেন” একটি চুক্তির বিষয়ে যা হাসিনা তার পরিবারের সদস্যদের জন্য ঢাকায় বড় জমির প্লট বরাদ্দ করেছিলেন।
এতে আরও অভিযোগ করা হয়েছে যে, যুক্তরাজ্যের সংসদ সদস্য থাকা অবস্থায় টিউলিপ সিদ্দিক তার “বিশেষ প্রভাব ও ক্ষমতা” ব্যবহার করে হাসিনাকে চাপ দেন যাতে টিউলিপ সিদ্দিকের মা, বোন এবং ভাইয়ের জন্য একই ধরনের জমি বরাদ্দের ব্যবস্থা করা হয়। এই দাবিগুলোর প্রমাণ “বিভিন্ন উৎস থেকে পাওয়া গেছে” বলে উল্লেখ করা হয়েছে।
মামলার দায়ের টিউলিপ সিদ্দিকের পদত্যাগের চাপ আরও বাড়াতে পারে। তার বিরুদ্ধে হাসিনার দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার সঙ্গে একাধিক সম্পর্কের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে হাসিনার মিত্রদের অর্থায়নে থাকা সম্পত্তিতে বসবাস এবং বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে রাশিয়ার চুক্তির মাধ্যমে পরিবারের সদস্যদের সহায়তায় বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ, যা এখনো তদন্তাধীন।
এ সপ্তাহে, যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী কমিশন, যেখানে অক্সফ্যাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং স্পটলাইট অন করাপশন অন্তর্ভুক্ত, জানায় যে সিদ্দিকের “বর্তমানে গুরুতর স্বার্থের দ্বন্দ্ব রয়েছে” এবং তাকে অর্থনৈতিক অপরাধ, দুর্নীতি বা অবৈধ অর্থ সংশ্লিষ্ট যেকোনো কার্যক্রম থেকে সরে যাওয়ার আহ্বান জানায়।
টিউলিপ সিদ্দিক বারবার সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে তার কোনো সম্পৃক্ততা নেই। গত সপ্তাহে তিনি মন্ত্রীর স্বার্থ বিষয়ক উপদেষ্টার কাছে নিজেকে তদন্তের জন্য পাঠান, যাতে স্বাধীনভাবে বিষয়টি স্পষ্ট করা যায়।
উল্লেখ্য যে, আজ টিউলিপ সিদ্দিক ইতিমধ্যে মন্ত্রীর  পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
১৪ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ইসরায়েল-হামাস যুদ্ধে নিহত ৬১ সাংবাদিক: সিপিজে

ট্রাম্পের টার্গেট ইউক্রেন, কমলার গাজা

হামাসকে অর্থ দেয় ইসরায়েল: ইইউ