17.2 C
London
November 24, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ হতে ইতালির ভিসা পেতে দেরি হওয়ার কারণ জানাল দূতাবাস

ইতালির ভিসা পেতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা দিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস।

মঙ্গলবার ৩০ এপ্রিল দূতাবাস থেকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উল্লেখ করেছে, ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারির আগে সময়ের তুলনায় তিনগুণেরও বেশি এবং ২০২২ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

দূতাবাস জানায়, প্রতিদিন গড়ে ৪টির মধ্যে একটি আবেদনের সাথে জাল নথি বা অনিয়মিত নুল্লা ওস্তা রয়েছে৷ এই পরিস্থিতির কারণে, দূতাবাসকে অতিরিক্ত চেকের দায়িত্ব দেওয়া হয়েছে যা প্রকৃত আবেদনকারীদের প্রক্রিয়াটিকেও ধীর করে দিচ্ছে।

আমরা ভিসা আবেদনকারীদের একটি সাবলীল সেবা প্রদানের জন্য পদক্ষেপ নিচ্ছি। দূতাবাসের ভিসা বিভাগটি সম্প্রতি একটি নতুন এবং বড় জায়গা নিয়েছে। যেখানে কিছু অতিরিক্ত কর্মীও যুক্ত করা হচ্ছে।

ঢাকায় ইতালির জন্য ভিএফএস ভিসা আবেদন কেন্দ্রটি বৃহত্তর এবং আরও দক্ষ প্রাঙ্গনে স্থানান্তরিত হয়েছে।

২০২৩ সালে দূতাবাস দ্বারা প্রক্রিয়াকৃত ভিসা আবেদন ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা যেকোনো অযথা বিলম্বের জন্য দুঃখিত এবং আবেদনকারীদের তাদের বোঝার জন্য ধন্যবাদ জানাই।

যেসব ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ফেরত প্রয়োজন, তারা আবেদনের মাধ্যমে প্রত্যাহার করতে পারেন।

এম.কে
০১ মে ২০২৪

আরো পড়ুন

দাতা সংস্থাগুলোর কাছে সাড়ে ৬ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

বিদঘুটে কেন বিদ্যালয়ের নাম

নিউজ ডেস্ক

সিলেটের মেয়র আরিফুল করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক