TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশি অভিবাসী নারীদের গল্প আলোকিত করল মিডলসব্রোর টেক্সটাইল প্রদর্শনী

যুক্তরাজ্যে পাড়ি জমানো বাংলাদেশি নারীদের জীবনের গল্পকে কেন্দ্র করে মিডলসব্রোতে তৈরি হয়েছে ‘স্টিচিং লাইট’ নামের একটি শিল্প ইনস্টলেশন। এই টেক্সটাইল ও আলোকসজ্জার প্রকল্পে মিডলসব্রোর নারীরা সরাসরি অংশ নিয়েছেন এবং এটি এই সপ্তাহান্তে শহরের কেন্দ্রস্থলে প্রদর্শিত হচ্ছে।

 

প্রদর্শিত শিল্পকর্মে বাংলাদেশের লোকশিল্পের নকশায় তৈরি টেক্সটাইল প্যানেল ব্যবহার করা হয়েছে, যা ঢাকার এক শিল্পীর হাতে হাতে আঁকা। এই প্যানেলগুলো শনিবার ও রবিবার মিডলসব্রো টাউন হলের দ্য কোর্টইয়ার্ডে দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উদ্যোক্তা রুমানা ইয়াসমিন বলেন, প্রকল্পটি কেবল অভিবাসীদের এবং তাদের পরিবারের উৎপত্তি সম্পর্কে ভাবার জন্য নয়, বরং তারা যে সংস্কৃতি, গল্প এবং পরিচয় সঙ্গে নিয়ে এসেছেন তা উদ্‌যাপন করার উদ্দেশ্যে তৈরি। তিনি আরও যোগ করেন, “গত বছরের দাঙ্গায় মিডলসব্রো গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমন একটি প্রকল্প মানুষের মনে আশার ও সংহতির বার্তা দেয়।”

প্রকল্পে মিডলসব্রোর পাশাপাশি টাওয়ার হ্যামলেটস, লিডস, ব্র্যাডফোর্ড, উর্সেস্টার ও স্যালফোর্ডের মানুষরাও অংশ নিয়েছেন। বর্ডারল্যান্ডসের ক্রিয়েটিভ প্রডিউসার লু স্কোলস বলেন, “শিল্পকর্মটি অসাধারণ শক্তি ও আবেগে ভরপুর। সাহস, স্থিতিস্থাপকতা এবং সাংস্কৃতিক সংরক্ষণের গল্পগুলো দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে।”

উদ্যোক্তাদের মতে, এই ধরনের শিল্পকর্ম স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বহুত্ববাদ ও সংস্কৃতির সংরক্ষণকে উৎসাহিত করছে, যা সমাজে ইতিবাচক বার্তা ছড়াচ্ছে এবং অভিবাসী সম্প্রদায়ের অবদানকে দৃশ্যমান করছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১১ দফা নির্দেশনা

গণিতের নতুন সূত্র ‘আবিষ্কার’ জবির সাবেক শিক্ষার্থীর

গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত