সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় (University of South Wales) নতুন ভাইস-চ্যান্সেলর ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ প্রফেসর ওসামা খানকে নিয়োগ দিয়েছে। তিনি আগামী বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। যুক্তরাজ্যের উচ্চশিক্ষা অঙ্গনে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিক্ষাবিদের এই নিয়োগকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
প্রফেসর খান অ্যাস্টন বিশ্ববিদ্যালয় থেকে ইউএসডব্লিউ-তে যোগ দিচ্ছেন, যেখানে তিনি ডেপুটি ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে কর্মরত ছিলেন। উচ্চশিক্ষা নেতৃত্ব, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থী অভিজ্ঞতা সমৃদ্ধকরণ, শিক্ষাদানে উৎকর্ষতা এবং ডিজিটাল রূপান্তর—এসব ক্ষেত্রে তার দক্ষতা ও অর্জন ইতোমধ্যেই ব্যাপকভাবে স্বীকৃত।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রফেসর ওসামা খান বলেন, সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব গ্রহণ তাঁর জন্য গভীর সম্মানের। তিনি উল্লেখ করেন যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অবস্থান এবং ওয়েলসসহ বিশ্বের সামাজিক-অর্থনৈতিক অগ্রযাত্রায় এর অবদান তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একাডেমিক ও প্রশাসনিক কর্মী এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে একসঙ্গে কাজ করে একটি সাহসী ও অগ্রসর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।
বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান রিচার্ড লয়েড-ওয়েন নতুন ভাইস-চ্যান্সেলরকে “অসাধারণ নেতা” হিসেবে বর্ণনা করে বলেন, মূল্যবোধনির্ভর নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং অন্তর্ভুক্তিমূলক উৎকর্ষতায় তাঁর অবস্থান বিশ্ববিদ্যালয়ের মিশনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে প্রফেসর খানের নেতৃত্বে সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় একটি গতিশীল ও প্রভাবশালী নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
প্রফেসর ওসামা খানের এই নিয়োগ শুধুমাত্র সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, বরং যুক্তরাজ্যের উচ্চশিক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত পেশাজীবীদের অগ্রগতির ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্রঃ বিজনেস নিউজ ওয়েলস
এম.কে

