6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের আবাসন মন্ত্রীকে মন্ত্রীত্ব ছাড়ার হুঁশিয়ারি

যুক্তরাজ্যের লেবার সরকার আবাসন বিভাগের মন্ত্রী হিসাবে নিয়োগ করেছিল বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীকে। একজন লেবার মন্ত্রী তার বিল্ডিং সুরক্ষা পরিচালনার দায়িত্ব এবং গ্রেনফেল টাওয়ার ফায়ার নিয়ে তার সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন।

দ্য সানডে টাইমসের জানায়, গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি হতে বেঁচে যাওয়া ব্যক্তিরা রুশনারা আলীকে তার পদ থেকে নামার জন্য চাপ দেওয়া শুরু করেছেন। ট্র্যাজেডিতে আক্রান্ত ব্যক্তিরা লেবার মিনিস্টারকে তার পদ ছাড়ার জন্য একটি সম্মেলনে করেছেন। যেখানে রুশনারা আলীর গ্রেনফেল টাওয়ার নিয়ে সম্পর্কের বিষয় তুলে ধরা হয় এবং রুশানারা আলীকে পদ হতে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

উল্লেখ্য যে, সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে জানুয়ারিতে কলোকের শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।
গ্রেনফেল ফায়ারের সময় সেন্ট-গোবাইনের প্রাক্তন প্রধান এই কোম্পানির দায়িত্বে ছিলেন, যখন এটি সেলোটেক্সের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার ছিল।

গ্রেনফেল টাওয়ারে অভ্যন্তরে দাহ্য নিরোধক তৈরির জন্য সেলোটেক্স অন্যতম সংস্থা ছিল।

গ্রেনফেল ইনকুয়ারির দ্বিতীয় ধাপে উঠে আসে, গ্রাহকদের বিভ্রান্ত করার জন্য অসাধু প্রকল্প চালু করার জন্য সেলোটেক্স দায়ী।

তথ্যমতে জানা যায় রুশনারা আলী হলেন অর্ধ ডজন সংসদ সদস্যদের মধ্যে একজন যারা জানুয়ারিতে প্যারিসে কলোকের সভায় অংশ নিয়েছিলেন। এই কারণে গ্রেনফেল টাওয়ার ট্র‍্যাজেডিতে ক্ষতিগ্রস্ত মানুষেরা মন্ত্রী হিসাবে রুশনারা আলীকে আর দেখতে চান না বলে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন।

সূত্রঃ বিবিসি

আরো পড়ুন

বিশ্বজুড়ে ৩০ ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নিউজিল্যান্ড

যুক্তরাজ্যের সুপারমার্কেট হতে ই-কোলাই ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব