16.1 C
London
September 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল সার্ভিস চালু করল চীন

চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য ঢাকাস্থ চীনা দূতাবাস ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ ভিসা সুবিধা চালু করেছে। এই উদ্যোগের ফলে চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে, বিশেষ করে জরুরি রোগীদের জন্য।

প্রধান সুবিধাসমূহ:

জরুরি ভিসা একদিনেই: জরুরি চিকিৎসার ক্ষেত্রে আবেদনকারীরা আবেদন করার দিনই ভিসা পেতে পারেন।

ডকুমেন্টেশন সহজীকরণ: বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সিগুলো এখন ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং আত্মীয়তার গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে, ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সনদপত্রের প্রয়োজন নেই।

বিশেষ কাউন্টার ও অগ্রাধিকার ভিত্তিক সাক্ষাৎকার: ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে, যেখানে আবেদনকারীরা অপেক্ষা না করেই কাগজপত্র জমা দিতে পারবেন। এছাড়া, যাদের পূর্বনির্ধারিত সাক্ষাৎকার রয়েছে, তারা অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ পাবেন।

অনলাইন সাক্ষাৎকারের সুযোগ: যেসব রোগী শারীরিকভাবে উপস্থিত হতে অক্ষম, তাদের জন্য ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের মাধ্যমে অনলাইন সাক্ষাৎকারের ব্যবস্থা রাখা হয়েছে।

হটলাইন ও হোয়াটসঅ্যাপ সেবা: চিকিৎসা ভিসা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য চীনা দূতাবাস ও ভিসা আবেদন কেন্দ্রে পৃথক হটলাইন এবং হোয়াটসঅ্যাপ সেবা চালু করা হয়েছে।

এই পদক্ষেপটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

এম.কে
০৫ মে ২০২৫

আরো পড়ুন

বাংলা কোক স্টুডিও’র দেওরা গানের দেওয়ানা তানজানিয়ান টিকটক শিল্পী

আসছে না ভারতের পেঁয়াজ, বিকল্প ৪ দেশ থেকে হবে আমদানি

আয়নাঘর’ নিয়ন্ত্রণ করতেন তারিক আহমেদ সিদ্দিক