TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে আইন পেশার আধুনিকায়নে নতুন যুগ: বার কাউন্সিল চালু করল CPD ও ডিজিটাল ব্লড

বাংলাদেশে আইন পেশার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল অ্যাডভোকেটদের জন্য কনটিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (CPD) প্রোগ্রাম এবং ডিজিটাল BLD প্রকল্প। ২৪ নভেম্বর ২০২৫ সোমবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ। দেশের শীর্ষ আইনবিদ, জ্যেষ্ঠ আইনজীবী এবং আইনি শিক্ষাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব অর্জন করে।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার। তিনি বলেন, CPD কর্মসূচি আইনজীবীদের দক্ষতা, নৈতিকতা ও পেশাগত মানোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। এর ফলে বাংলাদেশে অ্যাডভোকেসি পেশায় আন্তর্জাতিক মান অনুসরণ আরও সহজ হবে।

এরপর ডিজিটাল BLD প্রকল্পের উপস্থাপনা করেন ব্যারিস্টার তাসনুভা শেলী। তিনি জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন ও তথ্য ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্ল্যাটফর্ম আইনজীবীদের তথ্যসেবা সহজতর করবে এবং স্বচ্ছতা বাড়াবে।

অ্যাডভোকেটদের CPD প্রোগ্রামের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্যে ব্যারিস্টার এহসান হক বলেন, উন্নত বিশ্বে অ্যাডভোকেটদের জন্য CPD বাধ্যতামূলক—বাংলাদেশেও এর যাত্রা আইন পেশায় নতুন মাত্রা যোগ করবে। তিনি যোগ করেন, মানসম্মত আইন সেবা নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন আজ সময়ের দাবি।

দ্য ল’ মেন্টর লিমিটেড (TLM BD)-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভোকেট নাশিত রহমান CPD প্রোগ্রামের কাঠামো, প্রশিক্ষণ পদ্ধতি ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন। তিনি জানান, অ্যাডভোকেটদের নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা এবং দক্ষতা যাচাইকরণ এই প্রোগ্রামের মূল অংশ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তারা সবাই দেশের আইন পেশাকে আরও কার্যকর, দক্ষ ও ডিজিটাল প্রক্রিয়ায় উন্নীত করার লক্ষ্যে বার কাউন্সিলের এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে অভিহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং বার কাউন্সিল চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, CPD ও ডিজিটাল BLD শুধু একটি প্রকল্প নয়—বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ রূপায়ণের একটি বৃহৎ কাঠামো।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতির মাধ্যমে দেশের আইনি শিক্ষা ও পেশার অগ্রগতিতে যৌথ অঙ্গীকারের বার্তা আরও জোরালোভাবে উচ্চারিত হয়।

সূত্রঃ দ্য ল মেন্টরস

এম.কে

আরো পড়ুন

জুলাই গণহত্যাঃ শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনালে ঐতিহাসিক রায় ঘোষণা

নিউজ ডেস্ক

বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির রক্ষা করছেনঃ শশী থারুর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠালেন এস আলম