11.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেইঃ মাহফুজ আলম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোষ্টে লিখেছেন, “বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই”।

যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন তা লেখেননি।

পোষ্টে তিনি আরো লিখেন, “ইতিমধ্যে অন্তত আধা ডজন এমন ছায়া দল রয়েছে দেশে। আপনারা বাড়তি কিছু যোগ করবেন না।”

“বরং, পুনঃসংজ্ঞায়ন করুন, পুনঃগঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।”

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ওপর হওয়া হামলা চেষ্টার পর এটি তার প্রথম ফেসবুক স্ট্যাটাস।

এদিকে, মি. আলমের ওপর হামলা চেষ্টার ব্যপারে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুক পোষ্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, “সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।”

তিনি আরো লিখেছেন, “এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী, মোদিকে দেওয়া চিঠি উত্তর পাননি রবীন্দ্র

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা ‘মাদার অব ডেমোক্রেসি’

বিতর্কিত আওয়ামী আমলাকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ড!