TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে আসছে ইলন মাস্কের ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্সের ইন্টারনেট আসছে বাংলাদেশে। স্পেসএক্সের পরিচালিত স্টারলিংককে ইন্টারনেট সেবা প্রদানের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক।

বুধবার টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী বলেন, স্টারলিংককে লাইসেন্স দিতে বাংলাদেশ সরকার হতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্টারলিংককের ইন্টারনেট আসলে দেশের প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে গ্রাম, চর ও দ্বীপগুলোয় ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর পদ থেকে মোস্তাফা জব্বারের ইস্তফার পর বিভাগটির দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী পলক বিটিআরসির সঙ্গে প্রথম বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালুর ইচ্ছা প্রকাশ করে স্টারলিংক এবং গত জুনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ বিষয়ে একাধিক বৈঠক করেন।

এম.কে
১৫ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

অভিশপ্ত আগস্ট

অনলাইন ডেস্ক

ভারতকে ছাড়িয়ে আসিয়ান জোটে বাংলাদেশঃ অর্থনীতিতে নতুন যুগের সূচনা!

রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের