14.5 C
London
October 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

“বাংলাদেশে কোনো হিন্দুবিরোধী সহিংসতা নেই”—মুহাম্মদ ইউনূসের দাবি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস মুখোমুখি হয়েছেন সাংবাদিক মেহদির। এ সময় তিনি ভারতের বিরুদ্ধে হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তোলেন এবং স্পষ্ট জানিয়ে দেন, “বাংলাদেশে কোনো হিন্দুবিরোধী সহিংসতা নেই।”

গত বছর শিক্ষার্থী আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্দোলনকারীদের আহ্বানে অনিচ্ছাসত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করেন ইউনূস। তিনি স্মরণ করে বলেন, “আমি বিস্মিত হয়েছিলাম। তবে তারা এত ত্যাগ স্বীকার করেছিল যে আমি মত পরিবর্তন করি।”

তবে ক্ষমতার পালাবদলের পর দেশের পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। ডাকাতির ঘটনা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, ডজনখানেক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং অনেকে দায়িত্ব ছেড়ে পালিয়ে গেছেন।

অন্যদিকে, নভেম্বর মাসে প্রায় ৩০ হাজার হিন্দু অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেন, বাংলাদেশে হিন্দুদের প্রতি আচরণ “বর্বরতার” শামিল। এর জবাবে ইউনূস ভারতের দিকে আঙুল তুলে বলেন, “ভারতের এখনকার অন্যতম বৈশিষ্ট্য হলো ভুয়া খবর।”

সাক্ষাৎকারে মেহদি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। কেন নতুন নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো, মিয়ানমার থেকে আসা ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর ভবিষ্যৎ কীভাবে মোকাবিলা করা হবে এবং কীভাবে আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার যৌক্তিকতা রয়েছে—এসব বিষয়ে জবাব দিতে হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে।

সূত্রঃ জিটিও

এম.কে
৩০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবেঃ প্রধান উপদেষ্টা

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সশস্ত্র বাহিনীর সব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান