6.2 C
London
December 27, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের উপর ভারতীয় মন্ত্রীর ক্ষোভ

২০২৪ সালের মধ্যে সব বিদেশিদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। ভারতীয় সংবাদমাধ্যম জানায় দেশটির বিহার রাজ্যের পাটনায় এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় অশ্বিনী কুমার চৌবে বলেন, ‘আসুন ২০২৪ সালে বিহারের ৪০টি আসনে এই বিদেশিদের শাসনের চরিত্র সবার কাছে উন্মুক্ত করে দেব। সব বাঙ্গাল হতে আসা বিদেশিরা শুনুন, আমরা আপনাদের ২০২৪ সালে বাংলাদেশে পাঠাব। ২০২৫ সালে আমরা বিহারে বিজেপির শাসন প্রতিষ্ঠা করব।’

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করে অশ্বিনী কুমার বলেন, ‘২০১৪ সালে নীতিশ কুমার বলেছিলেন তিনি বিজেপির সঙ্গে হাত মেলাবেন না। আমাদের সঙ্গে হাত মেলানোর বদলে তিনি মাটিতে মিশে যেতে চেয়েছিলেন। এরপর তিনি পাঁচ বছর আমাদের বলতে বিজেপির সঙ্গে ছিলেন। আমরা তাই এখন মাটি খুঁজছি। তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে, সেটাই খুঁজছি।’

নীতিশকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘আমরা নীতিশ কুমারকে একাধিকবার সমর্থন করেছি। কিন্তু তিনি আমাদের প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও আমাদের ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী পদে তিনিই থাকবেন। এখন বিজেপি কর্মীদের প্রতিশোধ নিতে হবে। তার রাজনৈতিক ক্যারিয়ার মাটিতে মিশিয়ে দেব।’

এদিকে নীতিশকে ‘মাটিতে মিশিয়ে দেব’ বলে অশ্বিনী যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে কথা বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এক অনুষ্ঠানে নীতিশ কুমার বলেছেন, ‘যারা এ ধরনের মন্তব্য করে তাদের মাথায় ঘিলু নেই। তারা যা খুশি তাই বলতে পারে।’

আরো পড়ুন

সশস্ত্র বাহিনীর সব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান

বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বাড়বে লোডশেডিং

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মমতা