3.5 C
London
January 18, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের বাঁধ নির্মাণ, দিল্লিতে নালিশ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ত্রিপুরার উনাকোটি জেলার কৈলাশহর মহকুমার বিপরীতে নিজেদের অংশে একটি বিশাল বাঁধ নির্মাণে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে দিল্লির কাছে নালিশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার রাজ্যের বিধানসভায় দেওয়া এক বক্তৃতায় বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়ে এক বিধায়কের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন তিনি।

রাজ্যের কংগ্রেস দলীয় বিধায়ক বিরাজিত সিনহা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেন। পরে বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনার আশ্বাস দেন তিনি।

বিরাজিত সিনহা বলেন, ‘‘রাজ্যের কৈলাশহরের বিপরীতে বাংলাদেশ সরকার একটি বিশাল বেড়িবাঁধ নির্মাণ করছে। অন্যদিকে, রাজ্যের রাঙ্গাওটি এলাকায় আমাদের ৪০ বছরের পুরোনো একটি বাঁধ আছে। আমাদের বেড়িবাঁধটি জরুরি ভিত্তিতে শক্তিশালী করা না হলে বন্যার সময় মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’’

রাজ্যের উনাকোটি জেলার বাসিন্দা ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, এই বাঁধ নির্মাণ একটি আন্তর্জাতিক বিষয় এবং জেলার ভারত-বাংলাদেশ সীমানার কয়েকটি অংশে এখনও গবাদি পশু চোরাচালানের ঘটনা ঘটছে।

মানিক সাহা বলেন, ‘‘এটি একটি আন্তর্জাতিক বিষয়। আমি ইতোমধ্যে দিল্লিতে বেড়িবাঁধ শক্তিশালী করার পরামর্শ দিয়ে প্রতিবেদন পাঠিয়েছি। আমি বিষয়টি আবারও কেন্দ্রের কাছে তুলে ধরবো।’’

উনাকোটি জেলার ম্যাজিস্ট্রেট ডি কে চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশ তাদের অংশে একটি বাঁধ নির্মাণ করছে বলে তিনি তথ্য পেয়েছেন।

তিনি বলেন, ‘‘বাংলাদেশের পাশে বাঁধ নির্মাণ করা হলে বর্ষাকালে কৈলাশহর থেকে ভাটিতে (বাংলাদেশে) বন্যার পানি যেতে সমস্যা হবে।’’

সূত্রঃ পিটিআই

এম.কে
১৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

প্রধানমন্ত্রী ডেকেছেন তামিম ইকবালকে

অবশেষে ভারতে যাচ্ছে ৩ হাজার মেট্রিক টন ইলিশ

ধানের শীষের ১৪ গুণ ভোট পেয়ে বিজয়ী হাবিব

অনলাইন ডেস্ক