5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের সবাই মানুষ, কোনো সংখ্যালঘু নাই: মেজর জেনারেল মাসীহুর

সেনাবাহিনীর-১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসীহুর রহমান বলেছেন, বাংলাদেশের সবাই আমরা মানুষ, কোনো সংখ্যালঘু নেই। বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি সবাই আমরা এই দেশের মানুষ।

মঙ্গলবার টাঙ্গাইল শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় উপাসনালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্দির ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমরা ধারণা করি, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেজন্য আমি আজকে সারাদিন মন্দির ও ধর্মীয় উপাসনালয় পরিদর্শনে বের হয়েছি। আমরা তাদের নিরাপত্তা দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের প্রটোকল সব জায়গায়। আশা করছি, ধর্মীয় উপাসনালয়গুলোর কেউ ক্ষতি করতে পারবে না।

তিনি আরও বলেন, হাজার বছর ধরে এই দেশে আমরা থাকি। কোনোভাবে যেন কেউ কোনো সহিংসতা না করে সে বিষয়ে সবার প্রতি অনুরোধ থাকবে। আমরা আশা করি, কেউ কোনো উসকানিমূলক কার্যক্রম করবে না। জিওসি’র ধর্মীয় উপাসনালয় পরিদর্শনের ফলে অত্র এলাকার সকল মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বীন মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা।

এম.কে
০৬ আগস্ট ২০২৪

আরো পড়ুন

প্রশংসায় ভাসছে ব্রাহ্মণবাড়িয়ার যে ক্যালিগ্রাফি

বিশ্বের ৪১ দেশ ভ্রমণে ভিসার দরকার নেই বাংলাদেশিদের

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ইতিহাসে সলিড কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ