7.1 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্সের পরামর্শে ছয় ব্যাংকের এমডিকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব স্ব ব্যাংকের পরিালনা পর্ষদে অনুমোদন হয়। রবিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক ও ফার্স সিকিউরিটি ইসলামি ব্যাংক।

গতকাল শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ ছাড়ে তার দায়িত্বে অবহেলা পায় কর্তৃপক্ষ। আজ রবিবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে আরও এসব ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে। আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে ৬ ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এম.কে
০৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

তীব্র খরতাপ শেষে সিলেটে আবারও বন্যার শঙ্কা

বাংলাদেশে যুক্ত হয়েছে নতুন রাডার, বদলে গেছে সব হিসাব নিকাশ

‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ড. ইউনূস