1.4 C
London
January 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

এদিকে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনের ফিরে আসাকে ঘিরে বায়তুল মোকাররমে উত্তেজনা তৈরি হয়েছিল।

গত শুক্রবার জুমার নামাজের আগে মিম্বর থেকে বয়ান করছিলেন বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান। এ সময় সাবেক খতিব মাওলানা রুহুল আমিন অনুসারীদের নিয়ে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা তাদের বাধা দেন। ফলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

এ সময় একদল মুসল্লি স্লোগান দিতে শুরু করেন, ‌‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, এ সময় বায়তুল মোকাররম এলাকায় থাকা পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলেন। পরে খবর পেয়ে র‌্যাব ও সেনাবাহিনীও উপস্থিত হয়। সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এম.কে
২২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

বন্যাদুর্গত অঞ্চলে গোখাদ্যও দিবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

দিনে আসছে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স