5.5 C
London
December 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার

সাবেক মার্কিন রাষ্ট্রদুত মার্শা বার্নিকাট এর গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেফতার করেছে ডিবি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম সিয়ামকে গ্রেপ্তার করে। সিয়াম ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনার মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি। মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সিয়াম হাসান সদ্য ছাত্রজনতার অভ্যুত্থানকালীন সময়ে হত্যাকান্ড ঘটনায়ও এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন

লিসবন বিমানবন্দরে পানের পিক ফেলে সমালোচনার ঝড়ঃ বাংলাদেশিদের ভাবমূর্তি নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারতঃ রণধীর জয়সওয়াল