TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বার্মিংহামে কিশোরী অপহরণের চেষ্টায় পিতা-পুত্র আটক

বার্মিংহামে সড়কের মাঝখানে এক কিশোরীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার ঘটনায় এক পিতা ও তার পুত্রকে গ্রেপ্তার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে শহরের লেডিপুল রোডে।

পুলিশ জানায়, ৪৯ বছর বয়সী মোহাম্মদ আলি ও তার ২০ বছর বয়সী ছেলে লুকমান আলি ওই কিশোরীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। তবে পথচারীরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে গাড়িটিকে আটকিয়ে দেয়। স্থানীয়দের সাহসী ভূমিকার কারণে কিশোরীটি গাড়ি থেকে পালিয়ে কাছের একটি দোকানে আশ্রয় নিতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত পিতা-পুত্রকে সোমবার বার্মিংহামের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ আলির বিরুদ্ধে অপহরণের পাশাপাশি বেআইনি আটক ও হামলার অভিযোগও আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত দুই ব্যক্তি—তিনজনই ব্রিটিশ এশীয় বংশোদ্ভূত।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক মুখপাত্র বলেন, “কিশোরীর সঙ্গে বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তারা কথা বলেছেন। আমরা জানি, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তাই স্পষ্টভাবে জানাতে চাই যে অভিযুক্ত ও ভুক্তভোগী সবাই এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।”

পুলিশ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, যারা ঘটনাটির সময় উপস্থিত ছিলেন বা যাদের কাছে মোবাইল ফোন বা গাড়ির ড্যাশক্যাম ভিডিও আছে, তারা যেন দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৫ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ইংলিশদের চেয়ে কম বয়সে বিনামূল্যে বাস ভ্রমণ করতে পারে স্কটিশ-ওয়েলসরা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে মাটির নীচে আজব হোটেল

বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে কাজ করবে লন্ডন স্টক এক্সচেঞ্জ