13 C
London
February 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাসাভাড়া বাঁচাতে এক যুবকের লন্ডন শহরে অভিনব ফ্রি হাউস

ইউরোপের মধ্যে লন্ডনে বাড়ি ভাড়া সবচেয়ে বেশি। সেখানে মাথার উপর ছাদ থাকা বড় ব্যাপার। লন্ডনে শহরে হ্যারি নামের এক ব্যক্তি স্কিপ হাউসে বাড়িভাড়া বাঁচাতে নিজের বাসস্থান গড়ে তুলেছেন। তিনি নিজে ডিজাইন করে ময়লা ফেলা কন্টেইনারে বসবাস শুরু করেছেন। তবে আড়াই বর্গমিটারের এই ঘরে বাথরুম ও টয়লেট নেই।

হ্যারিসনের সাথে কথা বলে জানা যায়, কয়েকমাস লন্ডনের বাইরে থাকার পর যখন তিনি ফিরে আসেন তখনই তার মাথায় এই পরিকল্পনা আসে। কারণ বাড়িভাড়া দেওয়ার পর যথেষ্ট অর্থ তার কাছে ছিল না।

হ্যারিসন লন্ডনের ময়লা ফেলার এক কন্টেইনারে থাকার পরিকল্পনা করেন ২০২২ সালে। আর্ট এন্ড আর্ক্টিটেকচার ফাউন্ডেশন তাকে একটা স্থান দিয়েছিল, তবে অনেক সীমাবদ্ধতার মধ্যে তিনি নিজের আবাস গড়ে তুলেন বাড়িভাড়া বাঁচানোর উদ্দেশ্যে। গোসল করার সুবিধা না থাকায় স্থানীয় জিমে গিয়ে তিনি গোসল করেন বলে জানান। তার প্রতিবেশী তাকে পানি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। ময়লার কন্টেইনারের উপরের অংশটি কাঠ দিয়ে তৈরি সেখানে হ্যারি তার বিছানার জন্য জায়গা করে নিয়েছেন। প্লাইউড ব্যবহার করে থাকার জায়গা আরামদায়ক করে নিয়েছেন তিনি।

হ্যারিসন টয়লেটের সুবিধাও করে নিয়েছেন ঘরের বাইরে। খুব বেশি সুবিধা সম্পন্ন না হলেও কাজ চালিয়ে নেয়ার মতো টয়লেট বলে জানান হ্যারি। এই ধরনের ব্যবস্থা থাকায় সেন্ট্রাল লন্ডনে তিনি ভাড়া ছাড়া থাকতে পারছেন। হ্যারি জানান তিনি শুধু পানি ও বিদ্যুতের বিল দেন। এই ময়লার কন্টেইনারটি কিনতে হ্যারিসনের হাজার পাউন্ডের মতো খরচ হয়েছে। তবে কন্টেইনারটিকে থাকার উপযোগী করে গড়ে তুলতে তার আরো পাঁচ হাজার ইউরো বিনিয়োগ করতে হয়।

হ্যারি জানান শুরুতে এক বছরের বেশি থাকার পরিকল্পনা ছিল না তার তবে এখন অনির্দিষ্টকালের জন্য তিনি আছেন তার নির্মিত এই ঘরে। হ্যারি আর্ক্টটেকচার ও ডিজাইন নিয়ে কাজ করেন বিধায় তিনি নিজে আরামদায়ক ঘর বানানোর কাজ নিজেই সম্পাদন করেন।

সীমিত জায়গার এই ঘরে আলাদা জায়গা করে নিয়েছেন যেখানে ছোট পরিসরে বন্ধুদের নিয়ে একান্তে খাওয়ার সময় গল্প করা যায়। হ্যারি বলেন, বেতনের ৬০ ভাগ অর্থ বাসাভাড়াতে চলে গেলে জীবন আটকে যায় কিন্তু তিনি এখন স্বাচ্ছন্দ্যে তার জীবন উপভোগ করতে পারছেন।

হ্যারি জানান, তিনি এই পরিকল্পনা নিয়ে এগিয়েছেন যাতে ঘর নিয়ে সমস্যায় থাকা মানুষ তার এই পরিকল্পনা দেখে প্রভাবিত হয়। তার মতো পরিকল্পনা নিয়ে আগালে সেন্ট্রাল লন্ডনের মতো জায়গায় জীবন উপভোগ করতে পারবে মানুষ বলে জানান হ্যারি।

সূত্রঃ ডয়েচেভেলে

এম.কে
২১ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

আশ্রয়প্রার্থীদের আবাসন নিয়ে বৃটেন ও ইউরোপ জোরে নেয়া হচ্ছে নানা বিতর্কিত পরিকল্পনা 

সন্তানদের খাবার জোগাতে কর্মক্ষেত্রে না খেয়ে থাকছেন এনএইচএস নার্স!

ডাউনিং স্ট্রিটে বিড়াল ল্যারির ১০ বছর

অনলাইন ডেস্ক