11 C
London
December 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বিজয় দিবসে ‘ফেলানী অ্যাভিনিউ’ সড়কের ফলক উন্মোচন

রাজধানীর গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’।

সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে সড়কটির নামকরণ করা হয়েছে। আগামীকাল ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এদিন বিকাল ৪টায় এর নাম ফলক উন্মোচন করা হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সূত্রঃ প্রেস উইং

এম.কে

আরো পড়ুন

‘হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছিঃ পররাষ্ট্র উপদেষ্টা

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

আন্দোলনকারীদের উপর হামলা, প্রতিবাদে কুবি ছাত্রলীগের গণহারে পদত্যাগ