7.1 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বিতর্কিত আওয়ামী আমলাকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ড!

আওয়ামী সরকার আমলের বিতর্কিত কর্মকর্তা সাইদা মুনা তাসনীমকে নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আই,এম,ও এর গুরুত্বপূর্ণ পদে তার পদায়ন হতে পারে বলে খবরে জানা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এহেন আচরণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

অবিশ্বাস্যভাবে, বিচার এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়ার পরিবর্তে, সাইদা মুনা তাসনীমকে লন্ডনে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের একটি গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রক্রিয়া চলছে।

নিয়ম ভেঙে হাসিনার বিশেষ আগ্রহে যুক্তরাজ্যে ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে প্রায় ৬ বছর ধরে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালনকারী মুনা তাসনীম। গত ৩০ সেপ্টেম্বর তাকে ঢাকায় বদলি করা হলেও তিনি গত দুইমাসে ঢাকায় ফিরে যান নাই বলে তথ্যমতে জানা যায়।

জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার একজন নিকটজনের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে অবসরকালীন ছুটি বাতিল করে এই পদায়নের চেষ্টা করে যাচ্ছে সাইদা মুনা ও চক্রটি। তথ্যমতে জানা যায় বিরাট অংকের টাকার লেনদেনের বিনিময়ে এই সুবিধা আদায় করতে সাইদা মুনা কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য যে, সমুদ্র চলাচল সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নদের বাদ নিয়ে বিতাড়িত ফেসিস্ট হাসিনা সরকারের সুবিধাভোগী এই মহিলাকে যুক্তরাজ্যে আইএমওর সদরদপ্তরে কোন দায়িত্ব দেয়া নিয়ে নতুন বিতর্কের মুখে পড়তে যাচ্ছে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ঢাকার এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট, পায়ে হেঁটে গন্তব্যে ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার

নিউজ ডেস্ক

৬ বছর পর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন