TV3 BANGLA
বাংলাদেশ

বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া

যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চিকিৎসা শেষে ৩ মাস ২৮ দিন পর আগামী ৫ মে সোমবার দেশে ফিরছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের কথা দিক বিবেচনা করে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকা অবতরণের প্রস্তাব করলেও তিনি যাত্রীদের সুবিধার্থে আগে সিলেটেই অবতরণের কথা বলেন।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন। আগামী ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে। বিমানটি সরাসরি সিলেট অবতরণ করে ঢাকায় আসার কথা ছিল। বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকা অবতরণের প্রস্তাব করলেও বেগম খালেদা জিয়া যাত্রীদের সুবিধার্থে প্রস্তাবটি নাকচ করে দেন।

বিমানের প্রস্তাবে রাজি হলে বিএনপি চেয়ারপারসনের দুই ঘণ্টা সময় বেঁচে যেত। কিন্তু তিনি তা না করে যাত্রীদের কথা চিন্তা করেছেন।

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকা’র পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব করে। প্রস্তাবটি বেগম জিয়ার কাছে পৌঁছালে বিমানের অন্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করেন।

সূত্রঃ বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং

এম.কে
০২ মে ২০২৫

আরো পড়ুন

দীর্ঘায়ু লাভের ১৩টি বৈজ্ঞানিক উপায়!

অনলাইন ডেস্ক

কাজে ফেরেননি হাসিনা সরকারঘেঁষা ডিএমপি কর্মকর্তারা

পানিবণ্টনে ভারত আপসে রাজি না হলে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেবে বাংলাদেশ