19.6 C
London
September 18, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইউসূফ আল-কারযাভী মারা গেছেন

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারের চেয়ারম্যান ইউসূফ আল-কারযাভী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। সোমবার (২৬ সেপ্টেম্বর) তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তিনি কাতারে বসবাস করছিলেন।

 

১৯২৬ সালের ৯ সেপ্টেম্বর মিশরে জন্মগ্রহণ করেন ইউসূফ আল-কারযাভী। ইসলামিক বিভিন্ন বিষয়ে লেখা তার শতাধিক গ্রন্থ রয়েছে, যেটা পাঠক মহলে ব্যাপক সমাদৃত। এছাড়া আল জাজিরা টেলিভিশনে শরীয়াহ এবং জীবন নামক অনুষ্ঠান দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন তিনি।

 

ইউসূফ আল-কারযাভী মিশরভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডেরও পরামর্শক ছিলেন। এছাড়া তিনি আলেমদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীনের সভাপতি ছিলেন।

 

২৬ সেপ্টেম্বর ২০২২
সূত্র: আল জাজিরা

আরো পড়ুন

বাধা সত্ত্বেও বড়দিনের ভ্রমণ চলছে পুরোদমে

দেশে করোনায় আরও ১৬৩ জনের মৃত্যু, একদিনেই শনাক্ত ১১ হাজারের বেশি

অনলাইন ডেস্ক

বড় সুখবর সৌদির ভিসা নিয়ে! যে ঘোষণা দিল সরকার