TV3 BANGLA
Uncategorized

বিশ্বের প্রথম কোভিড-১৯ টিকার অনুমোদন রাশিয়ার

Putin to Trump: We'll develop new nuclear missiles if you do - Reuters
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ রোগের একটি টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ টিকা অনুমোদনের ঘোষণা দিয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রয়টার্স লিখেছে, মানুষের ওপর দুই মাসেরও কম সময় পরীক্ষা চালানোর পর চূড়ান্ত পরীক্ষার আগেই মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের বানানো ওই টিকার অনুমোদন দিয়ে দেওয়া হল, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ায় এ টিকার বাণিজ্যিক উৎপাদন শুরুর পথে আর কোনো বাধা থাকল না। মাস দুয়েকের মধ্যে এ ভ্যাকসিন ব্যাপক হারে প্রয়োগ শুরু হবে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন।

রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশেঙ্কো দাবি করেছেন, অনুমোদন পাওয়া এ কোভিড ভ্যাকসিন খুবই কার্যকর ও নিরাপদ’।

রয়টার্স জানিয়েছে, কোনো টিকা চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে বড় সংখ্যক রোগীর ওপর এর ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হয়, যাকে বলে তৃতীয় ধাপের ট্রায়াল। কিন্তু সেই ধাপের আগেই রাশিয়া সরকার গামালিয়া ইনস্টিটিউটের ওই টিকার অনুমোদন দিয়ে দিয়েছে।  

পুতিন ঘোষণা দিলেও রাশিয়ার এ টিকার কার্যকারিতা এবং এটি সব প্রোটোকল মেনেছে কিনা তা নিয়ে সন্দিহান পশ্চিমা বিশেষজ্ঞরা।

রাশিয়া ছাড়াও চীন, যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সম্ভাব্য কোভিড-১৯ টিকার নানান ধাপের ট্রায়াল চলছে।

১১ আগস্ট ২০২০
এনএইচটি

আরো পড়ুন

No Human is Illegal ll 23 September 2020 ll Amnesty for Undocumented people

টাকা ও মোবাইলের স্ক্রিনে ২৮ দিন পর্যন্ত টিকে থাকে করোনা ভাইরাস

অনলাইন ডেস্ক

ইসলাম কি পায়ে ধরে সালাম করাকে অনুমোদন করে? Why Do Muslims Touch the Feet of Their Elders?