4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান অ্যাপল

আরেকবার ইতিহাস গড়লো অ্যাপল ইনকরপোরেশন। বছরের শুরুতেই চমক নিয়ে হাজির। সোমবার (৩ জানুয়ারি) প্রতিষ্ঠানটির বাজার মূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে বিশ্বের সব ব্যবসা প্রতিষ্ঠানকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাপল।

 

সিএনএন জানায়, সোমবার অ্যাপলের শেয়ারের দাম বেড়ে গেছে শতকরা ৩ ভাগ। এর ফলে কোম্পানিটি ওই বাজারমূল্যে পৌঁছে যায় বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রতিটি শেয়ার এদিন বিক্রি হয়েছে ১৮২.৮৮ ডলারে। সাম্প্রতিক বছরগুলোতে অব্যাহতভাবে অ্যাপলের মূল্য বৃদ্ধি পেয়েছে।

 

২০১৮ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে প্রথম এক ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়িয়ে যায় তারা। এর ২ বছর পরই ২০২০ সালে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

 

২০২১ সালে অ্যাপলের শেয়ার প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। নতুন আইফোন ১৩ ও অন্যান্য পুরনো মডেলের পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি+, আইক্লাউড এবং এর জনপ্রিয় অ্যাপ স্টোরের মতো সাবস্ক্রিপশন পরিষেবার চাহিদা বেড়ে যাওয়ায় বেশ উপকৃত হয়েছে অ্যাপল।

 

গত সেপ্টেম্বরে শেষে অ্যাপলের ত্রৈমাসিকে বিক্রি প্রায় ৩০ শতাংশ বেড়ে ৮৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হয়। এ ছাড়া, কোম্পানির নগদ ১৯১ বিলিয়ন ডলার রয়েছে।

বাজার মূল্যে অ্যাপলের পরেই আছে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফটের বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার। এ ছাড়া, অ্যামাজনের বাজার মূল্য ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার বাজার মূল্য প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার।

 

৪ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

এবার ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন প্রশাসনের

নিউজ ডেস্ক

নেট জিরো: হাউজিং সেক্টরে যেসব পরিবর্তন আনতে চলেছে ব্রিটেন

অনলাইন ডেস্ক

ভারতে ১ দিনে করোনায় ৪ হাজারের বেশি মৃত্যু