4.2 C
London
December 29, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বৃষ্টিতে মন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম যেন চাকুরির জন্য গিয়েছিঃ বানিজ্য উপদেষ্টা

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গ্যাস সংযোগ পাওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাবেক জ্বালানিমন্ত্রীর (প্রতিমন্ত্রীর) কাছে গিয়েছিলাম। উনার বাসার সামনে বৃষ্টিতে দাঁড়িয়ে ছিলাম যেন আমি কোনো চাকুরি চাইতে গিয়েছি। এর কারণ এত টাকা বিনিয়োগ করেছি কিন্তু গ্যাস সংযোগ পাচ্ছিলাম না। তখন গ্যাস সংযোগ পাওয়া আমার কাছে মনে হত ব্যাংকের নিবন্ধন পাওয়ার মতো।

শনিবার (২৩ নভেম্বর) গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। দেশের শিল্প খাতে জ্বালানি-সংকট সমাধানের পথ শীর্ষক এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যা হোক, প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়। এরপর উনার সঙ্গে বসে অনেক লেকচার শুনেছি। কিন্তু সেসব কথা নিজের জ্ঞানের সঙ্গে মেলাতে পারিনি। তারপরও চেষ্টা করেছি শুনে যেতে। কারণ কিছুই করার ছিল না। ব্যবসায়ী হিসেবে ন্যূনতম যে মর্যাদা প্রত্যাশা করি, তা তখন পাইনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসা-বাণিজ্য ও জ্বালানি খাতে দেশ নৈরাজ্যের চরম সীমায় পৌঁছেছিল উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেছেন, সে সময় ব্যবসায়ীদের কোনো মর্যাদা ছিল না। এখন পরিস্থিতি বদলেছে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, এখন আপনাদের যথাযথ মর্যাদার পরিবেশ রয়েছে। আপনারা এগিয়ে আসুন। সব কাজ সরকার একা করে দিতে পারবে না। নিজেদের টাকা নিজেদের জন্য নিজেরা ব্যয় করুন। অতীতে (প্রভাবশালীদের) এত টাকা দিয়েছি, তার হিসাবও করতে পারব না। এখন আর কাউকে তো টাকা দিতে হবে না। নিজেরাই নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন। এখন সুযোগ এসেছে, এ সুযোগ ব্যবহার করুন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিশেষ অতিথি ছিলেন শেখ বশিরউদ্দীন। এ ছাড়া বিভিন্ন শিল্প খাতের শীর্ষ ব্যবসায়ী নেতা ও প্রতিষ্ঠানের মালিকেরা উপস্থিত ছিলেন।

এম.কে
২৪ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত আটক

প্রথমবারের মতো এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি নিলামে

যুক্তরাজ্যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সমীচীন হবে নাঃ রূপা হক