6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন আবু সাঈদের বোন

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের সেমিনার অ্যাটেনডেন্ট পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো. তাজুল ইসলামসহ শহীদ আবু সাঈদের দুই ভাই উপস্থিত ছিলেন।

চাকরির বিষয়টি আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, ‘আমার বোন এইচএসসি পাস। বিশ্ববিদ্যালয় থেকে তার যোগ্যতা বিবেচনা করে সেই অনুযায়ী চাকরি দিয়েছে। আমরা চিরকৃতজ্ঞ।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গত ১৬ জুলাই পুলিশ ও ছাত্রলীগ–যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

এম.কে
১০ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

কক্সবাজার কারাগারে বিদেশি বন্দিকে পিটিয়ে হত্যা

ভারতের নতুন কর্মকান্ড, উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি

ছাত্রদের রক্ষায় বিশেষ ব্যবস্থা নিলো শাবিপ্রবি প্রশাসন