8.1 C
London
November 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বেশি ‘প্রাণনাশক’ করোনার নতুন ধরন

করোনা ভাইরাসের সংক্রমণের একটি ধরণ ছড়িয়ে পড়ার পর আক্রান্ত মানুষ ও রোগী উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে যুক্তরাজ্যে। এই নতুন ধরনের করোনা ভাইরাস তুলনামূলক ভাবে বেশি সংক্রামকই নয়, বেশি প্রাণঘাতীও হতে পারে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই এমন তথ্য দিয়েছেন৷

 

শুক্রবার (২২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে করোনার নতুন ধরন নিয়ে গবেষণার প্রাথমিক কিছু ফলাফল জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, নতুন ধরনের করোনা ভাইরাসটি মূল ভাইরাসের চেয়েও সম্ভবত বেশি প্রাণঘাতী৷ দ্রুত সংক্রমণের পাশাপাশি, লন্ডন ও দক্ষিণ পূর্বে চিহ্নিত হওয়া নতুন ধরনের ভাইরাসটি আরো বেশি মৃত্যুর কারণ হতে পারে বলে কিছু প্রমাণ পাওয়া গেছে।

 

সংবাদ সম্মেলনে সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স জানিয়েছেন, ভাইরাসটি তুলনামূলকভাবে ৩০ ভাগ বেশি প্রাণঘাতী৷

 

ষাটোর্ধ্বদের ক্ষেত্রে মূল করোনা ভাইরাসে প্রতি ১ হাজার সংক্রমণে যেখানে ১০ জনের মৃত্যুর আশঙ্কা থাকে। সেখানে নতুন ভাইরাসে এই হার ১৩ থেকে ১৪ জন বলে উল্লেখ করেন তিনি৷ যদিও ভ্যালেন্স জানান, এই ফলাফল প্রাথমিক কিছু উপাত্তের ভিত্তিতে পাওয়া, যে কারণে এখনও এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত নন৷

 

এই নতুন করোনা ভাইরাসটি নিয়ে আরো গবেষণা চলছে বলে উল্লেখ করেন বরিস জনসন৷ সামনে সীমান্ত নিয়ন্ত্রণসহ দেশটিতে আরো কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও আভাস দেন তিনি৷

 

 

সূত্র: স্কাই নিউজ
২৩ জানুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

ইংল্যান্ড ও ওয়েলসের স্থানীয় রাস্তাঘাটের জীর্ণদশা, আছে বাজেটের ঘাটতি

ফাস্ট টাইম ল্যান্ডলর্ড

নিউজ ডেস্ক

ট্র‍্যাম্প রেস্তোরাঁর বিল না দিয়েই পালালেন