TV3 BANGLA
বাংলাদেশ

বেড়েছে প্লেন ভাড়া

দেশের বিমানবন্দর ব্যবহার করে প্লেনে যেকোনো গন্তব্যে যেতে যাত্রীদের দিতে হবে বিমানবন্দর উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি। রোববার (১৬ আগস্ট) থেকে এর কার্যক্রম শুরু হচ্ছে।

গত ২২ জুলাই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। তবে উন্নয়ন ফি ও নিরাপত্তা ফি টিকিট কাটার সময় বিমান সংস্থাগুলো কেটে নেবে।

এক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে প্রতিবার যাত্রীকে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ ডলার বা প্রায় ৪২০ টাকা আর যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৬ ডলার বা প্রায় ৫০০ টাকা করে।

সার্ক বহির্ভূত দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি ১০ ডলার বা প্রায় ৮৫০ টাকা ধরা হয়েছে। অভ্যন্তরীণ যাত্রীর ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ১০০ টাকা আর যাত্রী নিরাপত্তা ফি ৭০ টাকা ধরা হয়েছে।

১৬ আগস্ট ২০২০
এনএইচটি

আরো পড়ুন

বিবিসির চোখে বাংলাদেশ ও ভারতের ইলিশ কূটনীতির পরিণাম

সাতক্ষীরার আম যাচ্ছে ইউরোপের বাজার ও যুক্তরাজ্যে

কেন নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না, জানাল নয়াদিল্লি