8.9 C
London
November 15, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বৈরী আবহাওয়ায় পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ

কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে আগত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার কথাও জানানো হয়। বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র তীরবর্তী এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ পরিপ্রেক্ষিতে দ্বীপে যেন কোন পর্যটক আটকা না পড়েন সেজন্য এমন সিদ্ধান্ত নেন প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৈরী আবহাওয়ায় কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সংকেত জারি থাকায় পর্যটকবাহী জাহাজসহ সেন্ট মার্টিন রুটে চলাচলকারী সকল নৌযান মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাই সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে যাওয়া এবং আগে থেকে অবস্থানরত পর্যটকদের আজকেই দ্বীপ ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় ইউএনও স্যারের নির্দেশে আমরা মাইকিং করে পর্যটকদের দ্বীপে অবস্থান না করতে অনুরোধ করেছি। বিকাল ৩টায় পর্যটকবাহী তিনটি জাহাজে করে দ্বীপে আগত পর্যটকরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপরও কত সংখ্যক পর্যটক স্বেচ্ছায় দ্বীপে অবস্থান করছেন সেটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এম.কে
২৩ অক্টোবর ২০২৩

 

আরো পড়ুন

সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রীঃ রুমিন ফারহানা

ট্রেন চালানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

নিউজ ডেস্ক

সুপারশপে ১ অক্টোবর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ