18.8 C
London
July 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অতিদ্রুত অকার্যকর ঘোষণা করতে হবেঃ সমন্বয়ক উমামা ফাতেমা

‘ছাত্র-জনতা একেকটা অবজেক্ট! নতুন স্বৈরাচার গজানোর আগেই ছাত্র-জনতার সচেতন হওয়া প্রয়োজন’ বলে মত ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মটার প্রয়োজন হাসিনার পদত্যাগের পর ফুরিয়ে এসেছে। দেশে এলাকা ভিত্তিতে ছাত্রদের ‘সহিংসতা প্রতিরোধ টিম’, ‘ট্রাফিক নিয়ন্ত্রণ টিম’ তৈরি করে ছাত্রদের ভবিষ্যত বাংলাদেশ নির্মাণের কাজ করে যেতে হবে।

শনিবার (১০ আগস্ট) রাতে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। উমামা ফাতেমা উল্লেখ করেন, ‘আমাদের পড়াশোনায় ফিরে যাওয়া ও শিক্ষা-প্রতিষ্ঠানভিত্তিক ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে মনোযোগ দেয়া দরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’কে অতিদ্রুত অকার্যকর ঘোষণা করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী উমামা আরও লিখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। আমাদের নেতৃত্বদের মধ্যে ৬ জুলাই এর দিকেই এই প্ল্যাটফর্মকেন্দ্রিক একটা বোঝাপড়া তৈরি হয়ে যায়। সেটা ছিল, এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না। এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে আমাদের গণঅভ্যুত্থান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে।’

তার দাবি, অনেক সুবিধাভোগী গোষ্ঠী ছাত্র-জনতার আন্দোলনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ভাবখানা এমন যেন তারা একটা কিছু! ছাত্র-জনতা একেকটা অবজেক্ট! নতুন স্বৈরাচার গজানোর আগেই ছাত্র-জনতার সচেতন হওয়া প্রয়োজন। নয়তো এই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামক আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে গোষ্ঠীস্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হবে এবং দ্রুত মানুষের আস্থা হারাবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১২ আগস্ট ২০২৪

আরো পড়ুন

এজেন্সিদের জন্য হজযাত্রীর কোটা কমিয়েছে সৌদি সরকার

নিউজ ডেস্ক

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে অসন্তোষ কলকাতাতেও