10.2 C
London
February 22, 2025
TV3 BANGLA
স্পোর্টস

বোলিং শুধরানোর পরীক্ষায় আবারও ফেল করলেন সাকিব

রাজনৈতিক নানা কারণে সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে লম্বা সময়। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে আবার ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে ধরা পড়েছে ত্রুটি। ফলে সব ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব।

দুঃসংবাদ হলো, বৈধতা ফিরে পেতে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি। জানা গেছে, বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। সেটির ফলাফল এখনো আসেনি।

সাকিব কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরতে পারবেন? তাকে নিয়ে কী ভাবছেন নির্বাচকরা? জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীর্ণ হয়েছেন কি না, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।’

বোর্ডের পক্ষ থেকে কী জানানো হয়েছে? গাজী আশরাফ হোসেন লিপুর উত্তর, ‘এটা আসলে আমরা নির্বাচকমন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে, তিনি (সাকিব) আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কিনা। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও ওয়েট করতে হবে। আমাদেরকে আসলে হয়তো এভ্রি মিনিট কাউন্টস। আশা করি এক-দুইদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’

এম.কে
১০ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডস নিহত

২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের নাম ঘোষণা

নিউজ ডেস্ক

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব আল হাসান