31.6 C
London
August 12, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ব্যবসায়ীদের কাছ থেকে ২৭ কোটি টাকা হাতিয়ে নেয় সিআরআইঃ দুদক

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আওয়ামী লীগের গবেষণা শাখা হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগে গেল ফেব্রুয়ারিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। যদিও বাস্তবে অস্তিত্ব মেলেনি। তবে ব্যাংক একাউন্টে ৩৫ কোটি টাকার এফডিআরের তথ্যসহ ব্যাংক লেনদেনের তথ্য পায়।

গেল কয়েকমাস ধরে দুদকের অনুসন্ধানে মিলেছে ২৭ কোটি ৬৩ লাখ টাকা ২৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রহণের প্রমাণ। যার ভিত্তিতে বিভিন্ন ব্যাংকের কাছে নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক।

এছাড়া বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে আসা অর্থের উৎসও অনুসন্ধান করছে দুদক।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সিআরআইয়ের উচ্চ পদে সজীব আহমেদ ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ববি থাকায় যুবকদের দক্ষতা বৃদ্ধির নামে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থে কনসার্টসহ নানাভাবে নয়-ছয় করে। যা খাতিয়ে দেখছে দুদক অনুসন্ধানকারী দল।

সূত্রঃ সময়

এম.কে
২৭ জুন ২০২৫

আরো পড়ুন

নির্বাচনে সহিংসতার আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস

সিরাজগঞ্জে সাংবাদিক ও ৫ আওয়ামী লীগ নেতা নিহত

বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর গেলেন শেখ হাসিনার চাচা শেখ কবির