4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

‘ব্রিটিশ গুয়ান্তানামো বে’ তৈরি করবে হোম অফিসের বর্ডার বিল

হোম অফিসের বিতর্কিত বর্ডার বিল “ব্রিটিশ গুয়ান্তানামো বে” তৈরির ঝুঁকি সৃষ্টি করবে বলে সতর্ক করেছেন প্রাক্তণ কনজারভেটিভ ক্যাবিনেট মিনিস্টার ডেভিড ডেভিস।

 

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্রেক্সিট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করা এই রাজনীতিবিদ বলেন, স্বরাষ্ট্র সচিবের পরিকল্পনা অনুযায়ী আশ্রয়প্রার্থীদের কেসগুলো প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তাদেরকে অন্য দেশে পাঠানো হলে কিউবায় মার্কিন বন্দিশিবিরের মতো একটি কুখ্যাত বন্দি শিবির তৈরি হবে।

 

গুয়ান্তানামো বে’কে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ‘এ যুগের গুলাগ’ (রাশিয়ার কুখ্যাত বন্দিশিবির)। বন্দিদের নির্যাতন, যৌন অবক্ষয় এবং ধর্মীয় নিপীড়নের বারবার অভিযোগ উঠেছে এই স্থানটিকে নিয়ে।

 

প্রীতি প্যাটেলের পরিকল্পনাগুলোকে গভীরভাবে ত্রুটিপূর্ণ হিসাবে বর্ণনা করে ডেভিস বলেছেন, তার ব্যাপকভাবে সমালোচিত অফশোর অ্যাসাইলাম প্রক্রিয়াকরণ ফ্যাসিলিটিগুলো কোথায় অবস্থিত হবে ব্যাখ্যা করতে অক্ষম হোম অফিস।

 

তিনি বলেন, সমস্যাটিকে বিশ্বের অন্য অংশে ঠেলে দেওয়ার মানে অনিবার্য কাজকে বিলম্ব ও ব্যয়বহুল করে তোলা।

 

জানা যায়, ‘ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার বিল’ এ সপ্তাহে বিতর্কের জন্য পার্লামেন্টে ফিরে আসার কারণে আবার সমালোচনা শুরু হয়েছে। দুই ডজনেরও বেশি কনজারভেটিভ এমপি যুক্তরাজ্যের ভিসা প্রোগ্রামকে প্রসারিত করতে একটি সংশোধনীতে তাদের নাম রেখেছেন। এর প্রতিক্রিয়ায় হোম অফিস জানিয়েছে, যোগ্যতার মানদণ্ড প্রসারিত করার কোনো পরিকল্পনা নেই।

 

বর্ডার বিলের বিরোধিতা করে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মেডিকেল এথিক্স কমিটির প্রধান জন চিশম বলেন, এটা সন্দেহের বাইরে যে নতুন বিলের মধ্যে প্রস্তাবগুলি গভীরভাবে উদ্বেগজনক স্বাস্থ্যগত প্রভাব ফেলেছে।

 

তিনি আরও বলেন, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আশ্রয়প্রার্থী এবং উদ্বাস্তু, যাদের মধ্যে অনেকের ইতোমধ্যেই জটিল স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের মানবিক পরিস্থিতিতে অ্যাক্সেসযোগ্য স্বাস্থ্যসেবাসহ, সম্প্রদায়-ভিত্তিক বাসস্থানের ব্যবস্থা করতে হবে।

 

৬ ডিসেম্বর ২০২১
এনএইচ
সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

“ইইউ থেকে আলাদা হয়ে প্রতিশ্রুতি পালন করেনি যুক্তরাজ্য”

অনলাইন ডেস্ক

হয়রানির ফলে বিরতিতে গেলেন লেবার এমপি আপসানা

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে যা বললেন সাকিব