3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে বোমা ছুঁড়ল রাশিয়া

কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক বোমা ছুড়েছে রাশিয়ার একটি টহলরত জাহাজ এবং যুদ্ধ বিমান।

 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বোমা ছোড়ার বিষয়টি নিশ্চিত করে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

ওই ব্রিটিশ যুদ্ধ জাহাজে অবস্থানরত বিবিসির প্রতিবেদকের ভাষ্যমতে, তারা রাশিয়ান সামরিকবাহিনীর হেনস্তার শিকার হয়েছেন।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ‘এইচএমএস ডিফেন্ডার’ জাহাজটি ক্রিমিয়ার কাছকাছি রুশ জলসীমায় প্রবেশ করে।

 

বুধবার (২৩ জুন) কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধ জাহাজের অবস্থান শনাক্ত করে রাশিয়া। এরপরই কয়েক দফা ফাঁকা গুলি ছুড়ে সতর্কবার্তা দেয় সেখানে টহলে থাকা রুশ জাহাজ। কিছুক্ষণের মধ্যে যুক্ত হয় মস্কোর যুদ্ধ বিমান। নিজেদের জলসীমা ছেড়ে যেতেই গুলি ছুড়ে সঙ্কেত পাঠানোর দাবি করে রাশিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

সতর্কতামূলক গুলির পরে এইচএমএস ডিফেন্ডার গতিপথ পরিবর্তন করে ওই জলসীমা ত্যাগ করেছে বলে জানায় মস্কো। খবরে বলা হয়েছে, ক্রিমিয়ার দক্ষিণে কেপ ফায়োলেন্টের কাছে ঘটনাটি ঘটে। একটি টহল জাহাজ দু’বার গুলি চালায় এবং এসইউ ২৪-এম জেটটি সেখানে চারটি বোমা ফেলে।

 

ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে,  ব্রিটিশ দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাকে তলব করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। তবে এই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক মহল।

 

২৩ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে বাড়িভাড়া বৃদ্ধির রেকর্ড

এশিয়ার সেরা ৫০ রেস্তোরাঁর তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক হতে নিলামে অংশ নিয়েছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড