5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের মৃত্যু নিয়ে দোষারোপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ব্রিটেনে আশ্রয় চাইতে আসা দুই আলবেনীয় মারা গেছেন মাত্র মাস খানেকের ব্যবধানে৷

গত মাসে যুক্তরাজ্যে আশ্রয় প্রত্যাশী আলফ্রেড ডাকসু নামের এক আলবেনীয় আত্মহত্যার চেষ্টা করেন৷ দ্রুত তাকে ভর্তি করা হয় হাসপাতালে৷ সপ্তাহখানেক লড়াই করে গত ১৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷

অপরদিকে, বিবি স্টকহোম নামের ভাসমান একটি বার্জকে আশ্রয় শিবির বানিয়েছে যুক্তরাজ্য৷ সেখানে আশ্রয় দেয়া এক আলবেনীয় আত্মহত্যা করেছেন৷

এসব ঘটনায় যুক্তরাজ্য প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার মন্ত্রিসভার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে দোষারোপ করছেন দেশটিতে বসবাসরত আলেবনীয় নাগরিকেরা৷

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ২৪ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনের ট্রাফেলগার স্কয়ারে বিক্ষোভ মিছিল করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়৷ বিক্ষোভ মিছিল থেকে আলবেনীয় আশ্রয়প্রার্থীর মৃত্যুর ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করা এবং ব্রিটিশ কঠোর আশ্রয়নীতি বদলের দাবি জানানো হয়েছে৷

এম.কে
২৮ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ভিসা বিলম্বের কারণে ব্রিটিশদের ভারত ভ্রমণ ব্যাহত

জালিয়াতির খরচ অনুমানে পুরনো তথ্যের উপর নির্ভর করে হোম অফিস

অনলাইন ডেস্ক

বরিস জনসনের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পরতে পারে: টরি এমপিদের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক