TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ওজন কমানোর ট্যাবলেট আসার আগেই নকল ওষুধের শঙ্কা, সতর্ক স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ব্রিটেনে ওজন কমানোর চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের পথে রয়েছে ট্যাবলেট আকারের ওষুধ। তবে এই চিকিৎসা বাজারে আসার আগেই নকল ও ভুয়া ওষুধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও ওষুধ বিশেষজ্ঞরা। তাদের মতে, ইনজেকশনের তুলনায় ট্যাবলেট সহজে নকল করা যায়, যা সংঘবদ্ধ অপরাধী চক্রের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

 

বর্তমানে যুক্তরাজ্যে ওজন কমানোর জন্য ওয়েগোভি (Wegovy) ও মাউঞ্জারো (Mounjaro)-এর মতো ইনজেকশন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদে এসব ওষুধ ব্যবহারে গড় শরীরের ওজন ১৪ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে এসব ইনজেকশন অত্যন্ত ব্যয়বহুল, ফ্রিজে সংরক্ষণের প্রয়োজন হয় এবং নিয়মিত ব্যবহারে ব্যবহারকারীদের জন্য বাড়তি ঝামেলা তৈরি করে।

এই সীমাবদ্ধতা কাটাতে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো গ্লুকাগন-লাইক পেপটাইড-১ (GLP-1) হরমোন অনুকরণকারী ওষুধের ট্যাবলেট সংস্করণ উন্নয়নে কাজ করছে। যুক্তরাষ্ট্রে নোভো নরডিস্কের তৈরি ওয়েগোভির ট্যাবলেট সংস্করণ ইতিমধ্যে এফডিএ অনুমোদন পেয়েছে। বর্তমানে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ (MHRA) ওষুধটি মূল্যায়ন করছে। একই সঙ্গে এলি লিলির তৈরি ওরফরগ্লিপ্রন নামের আরেকটি ওষুধও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ট্যাবলেট তৈরি করতে তুলনামূলক কম প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রয়োজন হয়, ফলে বড় আকারে নকল ওষুধ উৎপাদন করা অনেক সহজ। এসব ভুয়া ওষুধে কখনো ভুল মাত্রার উপাদান, কখনো ক্ষতিকর রাসায়নিক, আবার কখনো কার্যকর উপাদান একেবারেই না থাকার ঝুঁকি থাকে।

এর ফলে ব্যবহারকারীদের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া এমনকি জীবনহানির আশঙ্কাও তৈরি হতে পারে।
এমএইচআরএ জানিয়েছে, তারা ইতোমধ্যে নকল ওজন কমানোর ওষুধের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করেছে।

গত বছর নর্থহ্যাম্পটনের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ইনজেকশন জব্দ করা হয়। তবে সংশ্লিষ্টদের আশঙ্কা, ট্যাবলেট বাজারে এলে এই ধরনের অপরাধ দমন আরও কঠিন হয়ে উঠবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ জনগণকে চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং নিবন্ধিত ফার্মেসি ছাড়া কোথাও থেকে ওজন কমানোর ওষুধ না কেনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অনলাইনে অবৈধ ওষুধ বিক্রি বন্ধে আরও কঠোর আইন, প্রযুক্তিনির্ভর নজরদারি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের দাবি উঠেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ব্র্যাডফোর্ডে প্রকাশ্য দিবালোকে প্রবাসী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার

লন্ডনে ছাগলের মাংসের মোড়কে কুকুরের মাংস, রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা

যুক্তরাজ্যে বরখাস্ত অবস্থায় সিক নোট বিক্রিঃ জিএমসির কঠোর শাস্তির মুখে এক চিকিৎসক