6.5 C
London
January 15, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে নেতৃত্বে রদবদলঃ উপ-প্রধানমন্ত্রী হলেন ডেভিড লামী

ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদল ঘটেছে। উপ-প্রধানমন্ত্রী পদ থেকে এনজেলা রাইনার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির প্রবীণ নেতা ডেভিড লামী। এর ফলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারে নতুন ভারসাম্য তৈরি হলো।

ডেভিড লামী এর আগে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি লেবার পার্টির অন্যতম প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিত। তাঁর অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতা সরকারের জন্য সহায়ক হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এনজেলা রাইনারের পদত্যাগে সরকার ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছিল। লেবার সরকারের শীর্ষ নেতৃত্বে এ পরিবর্তন দলীয় স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কৌশলে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। রাইনারের প্রস্থান নিয়ে বিতর্ক চললেও লামীর নিয়োগকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

ডেভিড লামী বহু বছর ধরে পার্লামেন্টে সক্রিয় রয়েছেন এবং বর্ণবাদ, সামাজিক ন্যায়বিচার ও পররাষ্ট্রনীতির বিভিন্ন ইস্যুতে তিনি সরব ভূমিকা রেখেছেন। উপ-প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগ লেবার সরকারের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জনসমর্থন ধরে রাখার এক কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনই আবার দায়িত্ব পাচ্ছেন ই-ভ্যালির

গোপনীয়তা নিয়ে উদ্বেগ, তবুও চালু হচ্ছে যুক্তরাজ্যের ডিজিটাল ‘ভেটেরান কার্ড

ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন মমতাজ

অনলাইন ডেস্ক