ব্রিটেনে আসছে সপ্তাহান্তে প্রচণ্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, সতর্ক করেছে মেট অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কিছু অঞ্চলে ১০ ইঞ্চি (প্রায় ২৫০ মিমি) পর্যন্ত বৃষ্টি হতে পারে।
মেট অফিস ইতিমধ্যেই টানা তিন দিনের জন্য তীব্র আবহাওয়ার সতর্কতা জারি করেছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সতর্কতা বাড়ানো হতে পারে। সিনিয়র আবহাওয়াবিদ মার্কো পেটানিয়া জানিয়েছেন, পশ্চিম স্কটল্যান্ডের উঁচু এলাকায় এই বৃষ্টিপাত সত্যিই বিরল এবং উদ্বেগজনক।
বর্তমানে আটলান্টিকে থাকা দুটি ঘূর্ণিঝড়—হুম্বার্টো এবং ইমেলদা—এর প্রভাবে যুক্তরাজ্যে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কিউবায় ইমেলদার কারণে দুইজনের মৃত্যু হয়েছে।
মেট অফিস জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি জটিল হবে, কারণ এই দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে যুক্তরাজ্যের কাছাকাছি প্রবল নিম্নচাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
উপযুক্ত সতর্কতার অঞ্চল হিসেবে পশ্চিম স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের উপকূল, গ্লাসগো থেকে উত্তর উপকূলবর্তী অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। ইয়েলো ওয়েদার ওয়ার্নিং বুধবার বিকাল ৫টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।
প্রবল বৃষ্টির প্রভাব পড়তে পারে পশ্চিম স্কটল্যান্ডের বিস্তীর্ণ এলাকায়, যেখানে ৫০–৭৫ মিমি বৃষ্টি হবে, আর পাহাড়ি এলাকায় ১০০ মিমি ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ বিভ্রাট, প্লাবন এবং যানবাহন চলাচলে সমস্যা দেখা দিতে পারে।
বাকি অঞ্চলে যেমন ইংল্যান্ড ও ওয়েলসে সপ্তাহের প্রথম ভাগে তুলনামূলক শুষ্ক আবহাওয়া থাকবে। কিছু এলাকায় রোদ দেখা দিতে পারে, এবং তাপমাত্রা ১৮–২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০১ অক্টোবর ২০২৫