18.8 C
London
July 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

ব্রিটেনে হাইকমিশনার আবিদা ইসলামের পদত্যাগের দাবি, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের প্রতিবাদ সমাবেশ

যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ‘স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস’ নামক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার আবিদা ইসলামের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে হাইকমিশনার আবিদা ইসলামের পদত্যাগ দাবি করা হয়। সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পরে দায়িত্ব গ্রহণ করেন। আবিদা ইসলাম ২০২৪ সালের আগে যেখানে যেখানে সরকারী দায়িত্ব পালন করেছেন সেখানে তিনি আওয়ামী লীগ ঘেঁষা আচরণ করছেন এবং দেশের নয় দলীয় স্বার্থ রক্ষা করে চলেছেন।

স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, আবিদা ইসলাম নিজের অর্থায়নে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বন্দনামূলক বই প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগবিরোধী বাংলাদেশিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দমনমূলক পদক্ষেপ নিয়েছেন।

সমাবেশে বক্তারা জানান, একজন কূটনীতিকের রাজনৈতিক নিরপেক্ষতা থাকা উচিত, কিন্তু আবিদা ইসলাম সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। ইতোমধ্যে অনশন কর্মসূচির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলেও তারা জানান।

এই প্রতিবাদ কর্মসূচি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, এবং কূটনৈতিক শিষ্টাচার ও প্রবাসী দায়িত্ববোধ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৫ জুন ২০২৫

আরো পড়ুন

দূরবর্তী অঞ্চলের জন্য ড্রোন বহর ব্যবহার করবে রয়্যাল মেইল

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ওপর আমদানি-রফতানি নিষেধাজ্ঞা দিলো সাইটিস

হংকংয়ের জন্য বিশেষ ভিসা চালু করলো যুক্তরাজ্য

নিউজ ডেস্ক