অনেক প্রতিযোগিতা আর আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে ব্রিটেনের বর্তমান প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন। দলীয় শীর্ষ নেতা নির্বাচনের সকল ধাপের প্রক্রিয়া শেষে দলের হাই কমান্ড নির্বাচিত হলেন কেমি ব্যাডেনোচ। চূড়ান্ত প্রতিযোগিতায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্ট জেনরিককে পরাজিত করেছেন তিনি।
ঋষি সুনাকের উত্তরসূরি কেমি ব্যাডেনোচ টরি মেম্বারদের (৫৬.৫ শতাংশ) ৫৩,৮০৬ ভোট পেয়ে জিতেছেন। আর তার প্রতিদ্বন্দ্বী জেনরিক পেয়েছেন ৪১,৩৮৮ (৪৩.৫ শতাংশ) ভোট। তিনি এখন সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নেতৃত্ব দেবেন।
২০০৫ সালে কনজারভেটিভ পার্টির রাজনীতিতে যোগ দেন কেমি ব্যাডেনোচ। ব্যক্তিগত জীবনে তিনি একজন আইনজীবী। কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত সাংসদ ও ইউনাইটেড কিংডমের লেভেলিং আপ, হাউজিং ও সেক্রেটারি অব স্টেট-এর কমিউনিটির জন্য ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এম.কে
০৪ নভেম্বর ২০২৪