8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ভয়াবহ রুপ নিচ্ছে গ্রিসের দাবানল, পালাচ্ছে মানুষ

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাতাসের কারণে ভয়াবহ রূপ নিয়েছে গ্রিসের রোডস দ্বীপের দাবানল। অধিকাংশ জায়গায় দাবানল ছড়িয়ে পড়ায় পালাচ্ছে মানুষ। বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পর্যটক ও স্থানীয়দের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত অন্তত চার হাজারের অধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের আঁচ থেকে বাঁচতে অনেকেই সমুদ্রের ধারে আশ্রয় নিচ্ছেন।

দাবানলের আগুন নিয়ন্ত্রণে পাঁচটি হেলিকপ্টারসহ ১৭৩ জন দমকলকর্মী কাজ করছে। তবে, দেশটির ফায়ার সার্ভিস বলছে, তীব্র বাতাসের মধ্যে দাবানল নিয়ন্ত্রণ সবচেয়ে কঠিন কাজ। তার মধ্যে আগুন যেভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন।
এদিকে, তাপ বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন দাবানলের ঝুঁকির বিষয়ে সতর্ক করছে গ্রিস সরকার। এ অবস্থায় লোকদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি পর্যটনগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছে গ্রিসের আবহাওয়া বিভাগ।

এম.কে
২৩ জুলাই ২০২৩

আরো পড়ুন

আইইএলটিএসে ভালো করেও যুক্তরাষ্ট্রে গিয়ে ইংরেজি বলতে ব্যর্থ ভারতীয় শিক্ষার্থীরা

তদন্ত শুরু: সৌদি প্রিন্সকে অনুদানের বিনিময়ে সম্মাননা দেয়ায় অভিযুক্ত প্রিন্স চার্লস চ্যারিটি

অনলাইন ডেস্ক

অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন বরিস জনসন