2.4 C
London
December 20, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ভারত ছাড়ছেন শেখ হাসিনার সঙ্গীরাঃ ইন্ডিয়া টুডে

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার সঙ্গীরা। তাদের মধ্যে অনেকেই ভারত ছেড়ে নতুন গন্তব্যে যেতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অভ্যুত্থান থেকে পালিয়ে ভারতে পৌঁছানো শেখ হাসিনার টিমের সদস্যরা নতুন গন্তব্যে যেতে শুরু করেছেন। শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে একটি বিমানে গত ৫ আগস্ট ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার সঙ্গে যে দলটি ভারতে পৌঁছেছিল তারা পুরোপুরি বিপাকে পড়েছিল। কারণ, গণভবনে প্রবেশকারী জনতার হাত থেকে বাঁচতে তাড়াহুড়ো করে তাদের বাংলাদেশ ছাড়তে হয়েছিল। তাড়াহুড়ো করে বাংলাদেশ ছাড়ার সময় শেখ হাসিনা ও তার সহযোগীরা অতিরিক্ত কাপড় বা দৈনন্দিন ব্যবহারের সামগ্রীও সঙ্গে আনতে পারেননি।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সিলেটে পায়ুপথে অপারেশন করে ২৫ ইঞ্চি কুঁচিয়া জ্যান্ত উদ্ধার

পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে টাইগারদের সাবেক কোচ

নিউজ ডেস্ক