3 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভারতকে দ্রুত যুক্তরাজ্যের রেড লিস্টে আনার পরামর্শ

লন্ডনে নতুন ভারতীয় করোনার ভাইরাসের স্ট্রেন পাওয়া গেছে। এই নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বিশেষজ্ঞরা।

 

ডাউনিং স্ট্রিট থেকে জোর দিয়ে বলা হয়েছে, সদ্য চিহ্নিত ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতকে দ্রুত ‘লাল তালিকাভুক্ত’ করা উচিত। করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেনের সংক্রমণ রোধ করতে ভারতীয়দের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা উচিত বলে ভাবছেন তারা।

 

ইমিউনোলজির অধ্যাপক ড্যানি আল্টম্যান বলেন, আমি মনে করি ভারতকে লাল তালিকাভুক্ত করা উচিত। কোভিড সংক্রমণের কথা চিন্তা করে ভারতীয়দের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা উচিত।

 

ভারতের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গত তিন ধরেই দেশটিতে দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে এবং প্রতিদিনই তা বাড়ছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, মহামারি শেষ হয়ে গেছে মনে করে নেওয়া ভুল পদক্ষেপের মাশুল দিচ্ছে ভারত।

 

লন্ডনসহ পুরো ইউকেতে এখন পর্যন্ত করনা ভাইরাসের ৭৭টি রূপের সন্ধান পাওয়া গেছে। বি.১৬১৭ নামে পরিচিত এই ভারতীয় রূপটির স্পাইক প্রোটিনে দুটি মিউটেশন বহন করে। বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন যে এটি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কমাতে পারে।

 

 

সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড 
১৭ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

দেশে করোনায় আরও ১৬৩ জনের মৃত্যু, একদিনেই শনাক্ত ১১ হাজারের বেশি

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের গাড়ির বাজার মাত করেছে কিয়া ইভি নাইন

যেদিন হতে পারে ঈদ