ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার টক শো ‘জবাব চায় বাংলা’য় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জনের প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
উপস্থাপক ময়ূখের প্রশ্ন ছিলো, ভারতকে যারা টুকরো টুকরো করতে চাইছে, তাদের একজন টপ বস জর্জ সোরোসের ছেলে আ্যলেক্স সোরোসের সাথে মিটিং করেছে ড. ইউনূস। সেই ছবি তারা গর্বের সাথে দিচ্ছে। এই ডিপ স্টেট নিয়ে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক সবাই চিন্তিত, আপনারা তাদেরকে জামাই আদর করে নিয়ে আসছেন।
জবাবে প্রেস সেক্রেটারি বলেন, তিনি ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান তাই এসেছিলেন, পৃথিবীর প্রচুর দেশে তারা কাজ করে। আপনি কী জেনেছেন তার সাথে আমার জানার অনেক পার্থক্য। তারা গ্লোবালি কাজ করছে, তাকে নিয়ে সমস্যা আপনাদের, আমাদের না।
ময়ূখ বলেন, জসীম উদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলার তিনি ছাড়া পেয়েছেন। আনসারুল্লাহ বাংলা আমাদের দেশকে শেষ করতে চায়। সেটা নিয়ে কোনো স্টেটমেন্ট দিন।
উত্তরে প্রেস সেক্রেটারি বলেন, জসিমউদদীন রহমানের ছাড়ার আদেশ হাসিনার আমলেই হয়েছিলো। তার যে কয় বছর জেল হয়েছিলো, তার দ্বিগুণ তাকে রাখা হয়েছে। আমরা যেটা করেছি সে বের হবার পর তাকে চূড়ান্ত নজরদারিতে রাখা হয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৪ ফেব্রুয়ারি ২০২৫